!! ফাইল/ফোল্ডার হাইড করার সবচেয়ে সহজ পদ্ধতি !!
কোন প্রকার সফ্টওয়্যার ছাড়াই যেকোন ফাইল বা ফোল্ডার লুকিয়ে রাখতে পারবেন ১ মিনিটেই। কথা না বাড়িয়ে চলুন কাজ শুরু করে দেই।
> মনে করুন E: ড্রাইভে Sijan নামে একটি ফোল্ডার রয়েছে; এটাকে আমরা হাইড করবো ।
> প্রথমে Start মেনু থেকে Run এ ক্লিক করুন অথবা Win+R বাটন প্রেস করুন।
> এরপর CMD লিখে ইন্টার বাটন চাপুন অথবা OK তে ক্লিক করুন।
> এবার command prompt উইন্ডো আসলে সেখানে লিখুন “ attrib +s +h E:Sijan “
> এবার শুধু ইন্টার বাটনে একটা যাতা মারেন ; আর দেখেন ফোল্ডার উধায় হয়ে গেছে । হা হা হা;
জানি; মনে মনে ভাবছেন সিহাব ভাইতো এটাকে ফিরিয়ে আনার টিপস দিচ্ছে না ।
হুম চিন্তার কোন কারন নাই যাষ্ট আবার একই ভাবে command prompt উইন্ডো এনে সেখানে লিখুন “ attrib -s -h E:sajib ” এবং ইন্টার প্রেস করুন; তার মানে হাইড করতে ”+” চিহ্ন এবং ফিরিয়ে আনতে “-” চিহ্ন দিতে হবে;
হুম চিন্তার কোন কারন নাই যাষ্ট আবার একই ভাবে command prompt উইন্ডো এনে সেখানে লিখুন “ attrib -s -h E:sajib ” এবং ইন্টার প্রেস করুন; তার মানে হাইড করতে ”+” চিহ্ন এবং ফিরিয়ে আনতে “-” চিহ্ন দিতে হবে;
: লেখার সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে > attrib, +s, +h এর পর একটা করে স্পেস রয়েছে। আন হাইডের ক্ষেত্রেও তাই।
বিঃদ্রঃ এটা এমন ভাবেই কাজ করে যে হাইড করার পর সার্চ করলেও পাওয়া যাবে না। তাহলে আর কি কোন সফ্টওয়্যার এর প্রয়োজন আছে ??
আপনাদের নিকট এটা আমার প্রশ্ন; আশাকরি সবাই কমেন্ট করে উত্তর দিবেন।
এক্সপিতে টেষ্ট করা হয়েছে।
No comments:
Post a Comment